শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭৯) কবিতা : ব‍্যর্থ প্রেম

ব‍্যর্থ প্রেম:-
শ্যামল মন্ডল
*************
০৩/০২/২০১৮
আমি কি সত‍্যি ভীরু ছিলাম
হয়তো তুমি বলবে আর ও বেশী ,
বলো , বলে যাও যা সত‍্য তা
বলতেই হবে , অন্ধকারে আচ্ছন্ন
অপ্রকাশিত মনের গভীরে প্রথিত
করা আছে আজও তোমার আমার
সব কিছু সব অহংকার ।
ভাবতে কেমন যেন বুক ভাঙ্গা
হাহাকার চাঁপা উত্তেজনায় শিহরিত
হয় , আমার অসহায়তা অপক্ক
বয়সে হয়তো ভীরু ছিলাম তাই তো
কোন এক দু:সাহসী বণিকের হাত
ছাড়িয়ে ফিরিয়ে আনতে পারিনি ,
আবছায়া রেখে দিয়ে চলে গেলে
বহুদুরে ।
সেই ছায়া দেখে দেখে দিন মাস
বছর পেড়িয়ে বার্ধক‍্যের দোড়ে
এসেও কড়া নাড়ছি।

Previous
Next Post »