শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮২) কবিতা : চাকরি

চাকরি
😨😱😳
শ্যামল মন্ডল
🌾🌾🌾🌾🌾
০৭/০২/২০১৮
************
ধবধবে সাদা রঙে নীল পেড়ে শাড়ি ,
মন্দিরে দাদা যাবে সাথে যাব আমি ,
ভাই বোনে মিলে মোরা ভগবানে বলব ,
দাদা পেলে চাকরিটা তুমি আছো জানবো ,
দিন যত যায় তত তোমাকে ডাকতে ।
ফল কেন ফলে না পারো কি তা বলতে ?
দেবে কত গরিবি নেই মায়া মমতা,
দেখতে কি চাও তুমি গরিবের ক্ষমতা ।
বাবা মা দুইজনে কাজ করে ক্ষেতে ,
যেই টাকা মজুরী পান তারা দুজনে , তাতে করে আধপেটা চলে যায় দিন ,
আমারা ভাই-বোনে লেখা পড়া শিখেছি ,
বাবা মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি ,
তাই তো বলছি চাকরিটা দরকার , সরকারি চাকরি সরকার দেবে না , তাই শেষে বলছি ভগবান ভরসা ।।
**********

আমেদাবাদ স্টেশন রাত ১টা।

Previous
Next Post »