শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৮৫) কবিতা : আমার ভাষা বাংলা

আমার ভাষা বাংলা
🌐🌐🌐🌐🌐🌐
শ‍্যামল মন্ডল
👌👌👌👌👌
২৩/০২/২০১৮
**************
আমার ভাষা বাংলা ভাষা
                     বাংলা তোমায় নমি  ,
বাংলা মায়ের সবুজ  আঁচল
                         নক্সা আলের জমি ।
তারই মাঝে ঘর বেঁধেছে
                   ক্ষেতমজুর আর চাষা ,
বাংলা নিয়ে গর্ব সবার
                         বাংলা সবার ভাষা ।
বন্দি করার ফন্দি নিয়ে
                       পাঁক বিদেশীর দল ,
মাতৃভাষা কেড়ে নিতে
                            বানিয়েছিল ছল ।
গর্জে ওঠে বঙ্গ তরুন
                           প্রতিবাদের ঢেউ ,
গর্জে ওঠে আবাল বৃদ্ধ
                        বাদ থাকে না কেউ ।
পাকের হাতে নিষ্পেষিত
                      বাংলা মায়ের ছেলে  ,
পাকের দন্ড নামলো ঘাড়ে
                      পুরলো ধরে জেলে ।
বাংলা মায়ের শ‍্যামলা আঁচল
                           রক্তে হোল লাল ,
বাড়ছে শহীদ বাড়ছে লড়াই
                  বাড়ছে পাক জাল ।
সুযোগ বুঝে পাকের পশু
                    উঠলো খেলায় মেতে ,
ধর্ষিতা হোল মা বোন আমার
                       বাংলা ভাষা পেতে ।
বিশ্ব বাংলা উঠল জেগে
                           পন্ড পাঁকের ছল ,
অমর একুশে অমর দিবসে
                      বাংলা পেয়েছে বল ।।

Previous
Next Post »