শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪২) কবিতা : জংলী রাজা

জংলী রাজা
🐒🐒🐒🐒
শ্যামল মন্ডল
🐂🐂🐂🐂🐂
জঙ্গলে  আর থাকতে নারি
গাঁয়ের পথে দিলাম পাড়ি ,
জঙ্গল কেটে করছো সাবার
তাইতো মোদের  অমিল খাবার
ভাবতে ছিলাম কোথায় যাব
মগজ বলে গাঁয়েই পাবো ,
ছাগল ভেড়া সবই আছে
নয়তো শেষে মানুষ খাব
সাহস নিয়ে গিয়ে গাঁয়ে
মরছি শেষে লাঠির ঘায়ে ,
আমরা নাকি বনের রাজা
সেই কারনে দিচ্ছ সাজা !
বন কেটে সব সাবাড় করে
যাচ্ছো শুধু শহর গড়ে ।  
সুখেই থাকো তোমরা সবাই
সঙ্গে নিয়ে জাতের বড়াই ,
মানব জাতির বিনাশ তরে 
জাত-বিজাতে লড়াই করে ।
চলছে মোদের বিদায় পালা
দেখবি মানুষ তোদের জ্বালা।।
                     
                      -- শ্যামল মণ্ডল

Previous
Next Post »