শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৬০) কবিতা : তমসা

তমসা
😭😭😭
শ্যামল মন্ডল
************
১১/১১/২০১৭
----------
ছন্দ বিহীন শব্দ বিহার বিবশ বিচার অসার আচার ,
দ্বন্দ্ব গহীন জব্দ প্রকার নানান মতের নানান বিকার ।
অচল কড়ির সচল গতি অশন পোষন শোষন নীতি ,
সবল ছড়ির সফল মতি দলন পেষণ মারন রীতি।
সবের মূলে লোভের বরাত সামনে পিছে শাঁখের কড়াত ,
পাঁকের দলে জলের পরত কাঁকড়াবিছে বিলেত ফেরত।
ছল চাতুরী ব্যাবসা চলে বাড়বে ধনী গরীব ম'লে ,
মন্দ বিষয় ছন্দ মেলে নজর পাতে অন্ধ চলে।। 
            --শ্যামল মণ্ডল

Previous
Next Post »