শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪৮) কবিতা : রসিক

সিক
😃😃😃
শ্যামল মন্ডল
------------------
১৪/১১/২০১৭
☆☆☆☆☆☆☆ঔ।
রসিক তুমি রস ব্যাপারী
                                মনের বড় দায় ,
রস বিলিয়ে সরস থাকা                       
                      তোমার শোভা পায়
রসের কদর যেজন জানে
                     সেজন রসিক রাজা ,
সেই রসে তে থাকবে সদাই
                       মন জুড়ানো মজা ।
নিরস যে জন তার পোড়া মন
                             কুণ্ঠা সনে বাস ,
লাভের পিছে দৌড়ে বেড়ায়
                           দুঃখ বারোমাস
নিরস মনে কষ মাখানো
                             মিষ্ট ভাষা নাই ,
রসের বানে ভাসছে যেথা
                        নজর সেথায় নাই
বাছবিচারে কি লাভ তোমার
                    বলতে পারো রসিক ?
সবার মাঝে বিরাজ করো
                        দিক না যত ধিক্।।

Previous
Next Post »