শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩) কবিতা : গরম গরম

গরম গরম
☆☆☆☆☆
শ্যামল মণ্ডল
-----------------
০৮/০৪/২০১৭
○○○○○○○○○
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে,
জল চাই ছাতা চাই
বল কোথা পাই রে ।
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।
গাছপালা পাই যদি
তাও পথে নাই রে ।
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।
মাঠ ফাটা রোদে যেন
দেহ জ্বলে যায় রে।
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।
জামা খুলে শীরে ধরি
প্রাণ যদি বাঁচে রে।
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।
কে যে মোরে জল দেবে !
কেউ পথে নাই রে।
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।
হাঁপাতে হাঁপাতে শেষে
ফিরে আসি গাঁয়ে রে ,
কি গরম কি গরম
থাকা নাহি যায় রে ।।

Previous
Next Post »