শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪৩) কবিতা : শীতের মজা

শীতের মজা
😭😭😭😭😭
শ্যামল মন্ডল
☆☆☆☆☆☆
৩০/১০/২০১৭

নতুন ধানের পীঠে-পুলি
                               নবান্নের মাস ,
গোলায় ভরা ধান রয়েছে
                       চলবে শীতের মাস
খেজুর গুড়ের পায়েস হবে
                           সকাল বেলা রস ,
দুপুর বেলা সেই রসে তে
                          থাকবে নাকো হুস
স্বপ্ন গুলো বড়ই ভালো
                            বস্তিবাসী কাছে ,
শীতে কাতর বলেই তাদের
                               স্বপ্ন দেখা মিছে।
পীঠে-পুলির দুরেতে বাস
                          খাবার যোগান দায় ,
হাড়-কাঁপানো শীতের মাঝে      
                               পান্তাভাতই পায়
কচি-কাঁচা বাচ্চা গুলো
                                পথের ধারে ব'সে,
ছেঁড়া কাগজে  আগুন লাগায়
                           ঠান্ডা তাড়ায় কসে ।।





Previous
Next Post »