শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৭) কবিতা : তাঁতী ভাই

তাঁতী ভাই
👷👷👷👷
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
তাঁতে বোনা শাড়ি গুলো রঙিন সুতোর পাড় ,
সস্তা দামে বেচতে মানা উচু বাজার দর ।
ঠক-ঠকা-ঠক সারাদিন কলের আওয়াজ তুলে ,
বুনছে শাড়ি শীর্ণ দেহে গতর ব্যাথা ভুলে ।
শিল্পী মনে নক্সা গাঁথে শাড়ির আঁচল পাড়ে ,
মনের দুঃখ ভুলিয়ে রাখে বাউল গানের সুরে ।
দাদন নেওয়া টাকার সুতোয় চলছে মেশিন খানি ,
দাদন দিয়ে টাকার মালিক টানায় কলের ঘানি ।
মর্জিমাফিক মজুরি পায় বাজার খরচা হয় ,
বৌয়ের জন্য ছেঁড়া শাড়ি নতুন শাড়ি নয় ।।

Previous
Next Post »