শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৪) কবিতা : বদল

বদল
📚📚📚
শ্যামল মন্ডল
🎅🎅🎅🎅🎅
২৯/১০/২০১৭
○○○○○○○○
বদলে গেছে সব এগিয়ে চলেছে বদলের ধারাপাত , 
প্রেমের বন্ধন টুটেছে চলেছে মিথ্যের জালবোনা ।
বিষময় হোক কিংবা সর্বনাশ ,
ক্ষতি নাই প্রেমেতে চাই পরকীয়া ।
ফসলে ফলন বাড়ানোর মূলে কিংবা সব্জিতে , বিষাক্তের আস্ফালন ,
সবেতেই ভেজাল খাদ্য হোক কিংবা অখাদ্য।
একি সময় ফের কিংবা বদলের জের বোঝা মুশকিল ।
পরশীর ছেলে গুলো বদলে হয়েছে পরের ছেলে ,  আজ বলা যাবে না আমাদের , এতো সেই বদলের জের ।

Previous
Next Post »