শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪৪) কবিতা : পথ শিশু

পথ শিশু
○○○○○
শ্যামল মন্ডল
👦👦👦👦👦
০১/১১/২০১৮
ন্যাংটো গায়ে শীত লাগে না
                           পথের শিশু তাই ,
কুড়িয়ে পাওয়া ভোগের ভাগে
                        পেট ভরানো দায়
পিতা-মাতার নেই যে খবর
                  কোথায় তারা থাকে,
খবর পেলে জানিয়ে দিও
                  লাগবে শীতে বসন
নাম না-জানা হয়ে তারা
                     পথের ধারে থাকে ,
আড় চোঁখে তে কেমন সবাই
                        ঘেন্না ভরে দেখে ।
সবাই নানান পোশাক পড়ে
                দেশ বিদেশের আদল ,
তাদের গায়ে মলিন পোষাক
                    হোক না শীত বাদল
বাবা মায়ের হাত ধরে সব 
                        পাঠশালাতে যায় ,
পথের শিশু পথেই  থাকে
                         থেই পরে রয় ।।

Previous
Next Post »