শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৩৬) কবিতা : ভেজাল

ভেজাল
@@@
শ্যামল মন্ডল
%%%%%%%
২৯/১০/২০১৭
○○○○○○○○
বদল চাই , বদল চাই
দাবীর পেছন ছুটছে সবাই ,
এমনি করে বদলে গেছে  বদলে গেছে সবাই ।
রাজা নেই তো কি হয়েছে রাজনীতি তো আছে ,
সেই সুযোগে রাজার দেশে ভেজাল ভরে গেছে ।
এতে ভেজাল ওতে ভেজাল ভেজাল কোথায় নাই ,
সুযোগ পেলেই ভেজাল লোকে ভেজাল মেলাবেই।
ভেজাল দিয়ে ভেজালটাকে রাখছে বজায় মান ,
ভেজাল ঠেলায় ধুঁকছে সবাই ওষ্ঠাগত প্রাণ।

Previous
Next Post »