শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৪১ কবিতা : দুষ্টুমি

ছোটবেলার দুষ্টুমি
💃💃💃💃💃💃
শ্যামল মন্ডল
^^^^^^^^^^^^
ইং ০৫/১১/২০১৭
****************
ঝড়ের সময় আম কুড়ানো শিলাবৃষ্টি মাঝে ,
তালতলাতে তাল কুড়ানো ভোর সকালে সাঁঝে ।
ঢিল ছুঁড়ে সেই তেঁতুল পাড়ার কথা ,
ভরা নদীতে সাঁতার কাটা গা ভাসিয়ে রাখা।
শীতের রাতে মাঠের মাঝে বনভোজনের রেশ ,
চুরি করা সব্জী দিয়ে চালিয়ে নিতাম বেশ
কাকুরা সব ভীষন রাগী দেখলে পেতাম ভয় ,
কারে ধরে কারে মারে মনে সদাই রয়
একটা কথার অবাধ্য হলে দু-এক থাপ্পর দিত ,

কান্না দেখে তারাই আবার পাঁপড় কিনে দিত
কত রকম খেলা ছিল খেলতাম সবাই মিলে ,
ভাই-বোনেতে মিলন ছিল পরশী যাদুবলে।।
             
                 - শ্যামল মন্ডল

Previous
Next Post »