শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বলতে পার?

বলতে পার? ********** শ্যামল মণ্ডল *********** মায়ের পেটে জন্ম নিয়ে মা'কেই ভুলে যাওয়া, তাদের ঘরেই পুজো পার্বন ইষ্টি-কুটুম ছাওয়া । নারী রূপী মা বোন নিয়ে চলছে ছিনিমিনি, না খেলেও মণ্ডা মিঠাই রক্তে বাড়ে চিনি। গাধায় মরে খেটে আর ঘোড়া বেড়ায় ঘুরে, কাকের কালো নোংরা খেয়ে কোকিল ডাকে সুরে। বালতি দুধে জল না দিয়েও বদনামী হয় ঘোষে, অধিক দুধ দিয়েও কেন অসুর থাকে মোষে। খেঁকশিয়ালের ছলচাতুরী ছাগল পড়ে ফাঁদে, ধান্দাবাজের বুদ্ধি বাড়ে বোকায় শুধু কাঁদে। ফসল ফলায় গাঁয়ের চাষি খাচ্ছে শহরবাসী , পান্তা মুড়ি পেলে'ই পাতে চাষির মুখে'ই হাসি। ----------------*****-------------- --শ্যামল মণ্ডল
Previous
Next Post »