শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : চলছে ভালো


(বিদ্র: লেখাটি আমার জন্মের ৫০ বছর আগেই লিখেছি) 
***********
চলছে ভালো
🌱 🌱 🌱 🌱 
শ্যামল মণ্ডল 
🌱 🌱 🌱 🌱  হায়'রে দেশে'র কাজের বাজার
দাঁড়িয়ে আছে  দেয়াল ধ'রে,
দ্রব্যমূল্য চলছে বেড়ে'ই
আমজনতার কপাল পোড়ে ।
একটা করে জিগির তুলে
কান্না রোলের লাগাম টানে,
রঙ পেয়াদা ঢঙের সাজে
খ্যামটা নাচে চটুল গানে।
খাদ্যে ভেজাল খাদক খেয়ে
ভুগছে রোগে মরছে কত,
নানান রোগের তকমা দিয়ে
ঢাকছে সব'ই বিষম যত।
মাইনে ছাড়া নিত্যজীবন
খোঁজ রাখে তা কোন্ মালিকে?
মালিক'ই যখন বসছে পথে
পাক মেরে যায় শ্যেন শালিকে।

Previous
Next Post »