শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : হায়না

হায়না

শ্যামল মণ্ডল
আহা মরি মরি পুরুষের ধ্বজা ধরে  পৌরুষের করে অপমান !
মনের কোনে লুকিয়ে রাখা পাক্কা এক শয়তান ।
সুযোগ পেলেই খামচে ধরে  করে না ভয় সম্মান ,
হামলে পড়া খুবলে খাওয়া শিয়ালের জাত,
মুখোশের আড়ালে লুকিয়ে রাখা হায়নার দাঁত।
পথে ঘাটে চেনা অচেনা মা বোন মাসি,
বয়স যা হোক হোলেই হবে আট কিংবা আশি ।
অঙ্গে একটা পুরুষাঙ্গ হওয়া চাই অসুরের মতো,
নারী দেহে ঝাপিয়ে পড়ে করে ক্ষত বিক্ষত।
যেমন ফসলের ক্ষেতে আগাছা জন্মায়,
তেমনি কুলাঙ্গারের জন্ম মায়ের গর্ভ'ই পায়।
Previous
Next Post »