শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আচম্বিতে আজকে আমার মন'কে ভীষণ নাড়া দিল,
বনের পশু  বনেই তো বেশ খোশমেজাজে ভালোই ছিল,
সেই পশুদের মধ্যেও কী পিশাচ ছিল!

তাই যদি না হবেই তবে পিশাচ গুলো এলো কীসে,
কেন'ই বা আজ সমাজ টাকে খাচ্ছে গিলে এমন বিষে,
দুর্বলেরে সবল শুধুই মারছে পিষে ।

জন্মভুমি খাচ্ছে ছিঁড়ে রক্ত পিশাচ দৈত্য দানব,
ধ্বংস হলে জন্মভুমি কোথায় গিয়ে খুঁজবে মানব,
খুব জরুরী ফিরিয়ে আনা ত্রেতার রাঘব ।

খুব বেশি আর নেই যে দেরি ধ্বংস হতে মানব জাতি,
জাত বিজাতে বাঁধিয়ে লড়াই
নিভিয়ে দেবে জীবন-বাতি,
রক্ত লোলুপ পিছন থেকে মারবে ঘাতি।
-শ্যামল মণ্ডল
Previous
Next Post »