শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

নববর্ষ 2020

নববর্ষ ২০২০ ************ শ্যামল মণ্ডল ************ বছর শেষে হিসেব কষে যে ফল এলো হাতে, আসছে বছর কেমন কাটে ঘুম হবে কি রাতে? ভাবনা নিয়ে জাবনা কেটে বিঁধবে না যে গলায়! সামনে পিছে আঁধার দেখে সুগম কী পথ চলায়! পুরনো পাতা ঝড়ে'ই যাবে কালের নিয়ম জানা, নতুন পাতায় কীট-পতঙ্গ মারবে না'তো হানা ? সেই হিসেবে পুরনো পাতায় থাক'না যত দাগ'ই, বুকের মাঝে জমিয়ে রাখা হাজার দুঃখ রাগ'ই, সকল ভুলে এগিয়ে চলার ফিরলো সময় বুঝি, দঙ্গলে আজ চলব সবাই আলোক কোথায় খুঁজি।!
Previous
Next Post »