শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বাঙালির "ব"

বাঙালির ব টেনে দিলে ক কল্পনাতেই হাসি, স্বাধীনতার লড়াই করতে গিয়ে ক্ষুদিরও হয়েছে ফাঁসি। বিনয়,দীনেশ, যতীন, বাদলের স্বপ্নে লালিত বাঙালি, সত্তর পেরিয়ে আশির কোঠাতেও হয়ে'ই চলেছে কাঙাল'ই । অখণ্ড ভারত খণ্ড হয়েছে রাজনেতাদের হাতে, ভিটে মাটি ঘর ছেড়েছে বাঙালি মরেছে পেটের ভাতে । স্বাধীনতা চেয়ে করেছে লড়াই ভাবেনি তখন কেউ, কী যে অনায়াসে জাতের বাতাসে লাগবে এমন ঢেউ। নোঙর খুলেছে পালও উড়েছে চলেছে লহরে ভেসে, বাঙালি তবুও "ব" এর তাগিদে জীবন কাটালো হেসে। --শ্যামল মণ্ডল
Previous
Next Post »