শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : অকাট্য কথা

অকাট্য কথা
**********
শ্যামল মণ্ডল
**********
গাধায় মরে খেটে আর
               ঘোড়া বেড়ায় ঘুরে,
কাকের কালো নোংরা খেয়ে 
           কোকিল ডাকে সুরে।
বালতি দুধে জল না দিয়েও 
               বদনামী হয় ঘোষে,
অধিক দুধ দিয়েও কেন   
              অসুর'ই রয় মোষে।
খেঁকশিয়ালের ছলচাতুরী
                ছাগল পড়ে ফাঁদে,
ধান্দাবাজের বুদ্ধি বাড়ে
               বোকায় শুধু কাঁদে।
গর্জনে মেঘ বর্ষে নাতো
               ব্যাঙের খুশি গানে,
টাপুর-টুপুর বৃষ্টি হলেও
          সব ভেসে যায় বানে।

--শ্যামল মণ্ডল
Previous
Next Post »