শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কাটমানি 2



যতই আমরা দেই না কেন
            পরের ঘাড়ে দোষ'ই,
সুযোগ পেলে জল মেশাবেই
            দুধ বেচা ঐ ঘোষ'ই।
নামটা শুধু ঘোষে'ই দিলাম
                পিঠ বাঁচাতে ভাই,
ঠুটো হয়ে দেখছে সবাই
              নাই প্রতিবাদ নাই।
ঘরের খেয়ে মোষ তাড়াতে
        যায় না তো কেউ বনে,
ছুটছে যে যার স্বার্থ নিয়ে
          তত্ত্ব কে আর শোনে!
দু-চার টাকা পকেটমানি
       ছাড়তে কে আর পারে!
হাতের তালুর চুলকানিটাও
              তেমনি করে বাড়ে।
কাটমানি আর ছাটমানি           
                  চলছে টানাটানি,
আমজনতা ভূতের ভয়ে
               করছে কানাকানি।
-শ্যামল মণ্ডল

(একটু মজা করলাম, দুধে কেউই জল মেশান না😀😀😀)
Previous
Next Post »