শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শীতের মজা

শীতের মজা *********** শ্যামল মণ্ডল ************ শীত পড়েছে হাড় কাঁপুনি                        কাঁপছে ধরাতলে, জেলের তাতে কী আসে যায়                     আপন যেথা জলে। পথ ভিখিরি কাঁপছে পথে                      বস্তিবাসীও কাঁপে, কেউ বা আবার আগুন জ্বেলে                  কাঁপন থামায় তাপে। কুয়াশাতে ঢাকছে সব'ই                   ধোঁয়ায় ঢাকা কালো, পথের শিশুও ভিক্ষা করে             থাক-বা-না থাক আলো। ছিন্ন কাঁথায় গা জুড়ানো                      ভগ্ন বেড়ার ফাঁকে, উত্তুরে ঐ বাতাসে যেন                     আপন করে ডাকে। অগ্রহায়ণের নবান্ন আজ                       চলছে কারো ঘরে, সুগন্ধিতেই শুকনো ভাতে                     কেউ বা উদর ভরে। -------------------*****------------------
Previous
Next Post »