কবিগুরু
********
শ্যামল মন্ডল
***********
২৯/০৪/২০১৮
**************
২৫ শে বৈশাখ বিশ্ব আলোয়
উদ্ভাসিত হয়ে ,
জন্ম নিলে ঠাকুর বাড়ি
আনলে খুশি বয়ে ।
বিশ্ব জয়ে ধন্য হলে
ধন্য বঙ্গভুমি ,
ছন্দ দিয়ে ভরিয়ে দিলে
সারা বিশ্বভুমি ,
তোমার গানে বিশ্বভূবন
সুর তুলেছে আজি ,
রাগ রাগিনী ঝড় তুলেছে
নাও ছেড়েছে মাঝি ।
গাইছে মাঠে রাখাল ছেলে
তোমার দেওয়া গান ,
ফুল বাগানে ফুলের অলি
বাঁধছে সুরে তান ।
কাব্যের অমূল্য ধন গীতাঞ্জলী
তুমি লিখে ছিলে ,
১৯১৩ এ এশিয়ায় তুমিই প্রথম
নোবেল এনে দিলে ।
ফিরিয়ে দিলে নাইট উপাধি ১৯১৯
জালিয়ানওয়ালাবাগে , স্বাধীনতাকামী ভারতবাসী
বাংলা সবার আগে ।
১৯০৫ এর বঙ্গভঙ্গ আন্দলনে
তোমার যোগদান ,
ভোলেনি বাঙ্গালী ভোলেনি ভারত
তোমার অবদান ।
গল্প ছড়ায় নাটক গানে
সাম্প্রদায়ীক সম্প্রীতি ,
১৯২৩ শান্তিনিকেতনে তোমার সৃষ্টি
স্বপ্নের বিশ্বভারতী ।
অভিলাষ এ শুরু করে চলে গেলে
শেষের কবিতায় ,
শেষ লেখা , তোমার সৃষ্টির পথ ,
ছেড়ে গেলে সবিতায় ।
বিশ্ব চরাচরে অনন্ত যৌবনে
বিরাজিত তুমি ,
বিশ্বকবি গুরুদেব তব আলপনায়
ধন্য বিশ্বভুমি ।
লহ প্রণাম করি গুণগান
চরণে দাও ঠাঁই ,
কাব্যসূখ কিঞ্চিত লভিতে যেন
তোমার আশীষ পাই ।।
Previous
কবিতা : কালের হিসাব
কবিতা : কালের হিসাব
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)