শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বনের কেচ্ছা

বনের কেচ্ছা
***********
শ্যামল মন্ডল
************
২৪/০৪/২০১৮
*************
সাপ-নেউলে  করছে লড়াই
            ওৎ পেতেছে শকুন মশাই ,
করছে লড়াই মরণ ভুলে
                     হচ্ছে নিজে কসাই ।
শেয়ালরা সব দেখছে মজা
                   ফন্দি ফিকির খোজে ,
রাঘব বোয়াল সুযোগ বুঝে
                       গর্তে মাথা গোজে ।
শান্ত হরিণ পালিয়ে বাঁচে
                    ঝোপের অন‍্য ধারে ,
বুদ্ধিমানী হাতির দল
                         গা বাঁচিয়ে যায় ,
সময় বুঝে দেখবে বলে
                          শুঁড় উঁচিয়ে যায় ।
সিংহ মামা বনের রাজা
                          বসে সিংহ দ্বারে ।
উলু-খাগড়ায় হানাহানি
                    রাজার কি যায় আসে ,
রাজার নজর বল্গা হরিণ
                   কখন সামনে আসে ।।

Previous
Next Post »