শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ঘোড়ার ডিম

ঘোড়ার ডিম
😁😁😁😁
শ্যামল মন্ডল
😁😁😁😁
১৭/০৪/২০১৮
😁😁😁😁😁
ঘোড়ার ডিম ঘোড়ার ডিম
                       ঘোড়ায় পারে ডিম ,
সবার চোখে দেয়না ধরা
                            এত্ত বড়ো ডিম
আছে বলেই জানে সবাই
                   ঘোড়ার ডিমের কথা ,
তর্ক করে লাভ কিছু নাই
                       বিশ্বাস বলে কথা ।
যা রটে তা কিছু না হোক
                      একটু হলেও ঘটে ,
বিশ্বাস আছে বলেই বলছি
                      এটাই সত‍্যি বটে ।
নিজের চোখে দেখেছি কাল
                       বিশ্বাস ছিল বলে ,
মস্ত বড়ো ডিম সে তো
                  হাওয়ায় ভেসে চলে ।
আমার কথা মানতে হলে
                         চলো অন্তপুর ,
বিশ্বাসে মিলায় বস্তু
                           তর্কে বহুদুর । ।

Previous
Next Post »