শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সুবর্ণরেখা

সুবর্ণরেখা
*********
শ্যামল মন্ডল
************
০৮/০৪/২০১৭
**************
সুবর্ণরেখা তোমায় দেখতে এলাম      
                        তুলীন গাঁয়ের পাশে ,
লাল মাটিতে লালের পরশ
                        মন জুড়িয়ে আসে ।
স্বচ্ছ জলের সর্পগতি
                          সবুজ ছায়া নিয়ে ,
কতশত গ্রাম জীবন ধারা
                   দিয়েছো মায়া ভরিয়ে ।
সারি দিয়ে যায় নদীর ঘাটে
                       গ্রামের মা বোনেরা ,
কলসী কাঁখে কখনো মাথায়
                           মিষ্টি জলে ভরা ।
চৈত্র দুপুরে প্রখর খড়ায়
                   একুলে স্নানের দঙ্গল ,
ওকুলে বনবাসী জীবকুল    
                মাতিয়ে তাদের জঙ্গল
যেন চড়াচড় ভূবন হেথায়
                     বসত নিয়েছে এসে ,
মনের দুয়ার গেল খুলে
                 গেল যে দুয়ার ভেসে ।
নয়নাভিরাম তোমার গরিমা
                        কেমনে বলি হায় ,
সুবর্ণরেখা রেখা তুমি
                    বর্ণ কি ভোলা যায় !
কল্পতুলিতে তোমার ঝুলিতে
                    ভরে আছে কত রুপ ,
দেখে যাই ফোটেনা বুলিতে
                      তাই আছি নিশ্চুপ
চৈতালী রোদ ঝরনা ঝরায়
                         ছোট্ট পাহাড় ঘেষা ,
মহুয়ারমধুর গন্ধে
                         মাতাল করা নেশা ।
পাহাড় টিলায় ছোট্ট গাঁয়ে
                           সহজ মনের বাসা ,
বাদল বেলায় মনের কোনায়
                   জাগায় চাষীর আশা ।।

Previous
Next Post »