শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কালবৈশাখী

কালবৈশাখী
***********
শ্যামল মন্ডল
২২/০৪/২০১৮
**************

বৃষ্টি এলো ভিজিয়ে দিলো
                  শুকনো ঘাসের পাতা ,
কালবৈশাখী ঝড়ের গতি
                   উড়িয়ে নিলো ছাতা ।
টালির চালা মাটির দেওয়াল      
                 পড়লো গাছের ডাল ,
টিনের চালা পড়লো মাঠে
                        ভাঙ্গলো খড়ের চাল ।
খাদ‍্য বস্ত্র যা ছিল সব
                        এক নিমেষে হাওয়া ,
লঙ্গরখানায় রান্না হলে
                        তবেই হবে খাওয়া ।
কালো মেঘের পাহাড় গুলো
                    ভাঙ্গছে গাঁয়ের প'রে ,
বৈশাখ মাসের ধ্বংস ছবি
                      কালবৈশাখী ঝড়ে  ।
শীল পড়ল আম বাগানে
                        পুষ্ট ধানের শীষে ,
মরল চাষী ফসল শোকে
                        কৌটা ভরা বিষে ।।

Previous
Next Post »