শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বয়স

বয়স
👳👳👳
শ্যামল মন্ডল
************
২৩/০৪/২০১৮
*************
বয়সটা কি বাড়ছে নাকি !
                     তাই তো সবাই বলছে ,
হিসাব গুনে মিলছে না যে
                         কেমন যেন চলছে ।
দশের কোঠায় ছিলাম শিশু
                 বিশের কোঠায় কিশোর , চল্লিশেতেও জোয়ান ছিলাম
                      ছিলাম মত্ত বিভোর
ছেচল্লিশে পৌছে দেখি
                         বয়স গেছে বেড়ে ,
জোয়ানরা সব বলছে আমায়
                        হচ্ছি বুড়ো ধেড়ে ।
প্রথম ছাটা দাড়ির কথা
                       ভীষন মনে পরছে ,
ঘন হয়ে দাড়ি এবার
                   হালকা পাকা ধরছে ।
আর কত দিন এদুনিয়ায়
                   থাকব সেটাই ভাবছি ,
চলছে এবার উল্টৌ গোনা
                   বয়সকে তাই টানছি ।
হিসাবটা তাই মিলছে না যে
                সঠিক বেঠিক কোনটা ,
বাড়ুক কিংবা কমুক বয়স
              থাকুক জোয়ান মন টা ।।

Previous
Next Post »