শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কালের হিসাব

কালের হিসাব
*************
শ‍্যামল মন্ডল
************
২৬/০৪/২০১৮
*******†******
কাল যা ছিল আজ যা আছে
                    কাল মেলাবো হিসাব ,
কালের পরে কালের আশায়
                      ভরেই যাবে কিতাব
ইচ্ছা গুলো স্বপ্ন হয়ে
                            কল্পকালে যাবে ,
হিসেব গুলো গোলক ধাঁধায়    
                         অল্পকালই পাবে ।
কালের নিয়ম কে মেলাবে
                          এমন মাথা কার ?
জীবনটা যে কালের কাছে
                             মুক্ত ভূবন দ্বার
আজ যা আছে সেটাই তোমার     
                      অতীতকে যাও ভুলে ,
কাল যা হবে ভালোই হবে
                       আশাই জীবন মূলে ।
কর্মফলই সঙ্গ দেবে
                         কালের নিয়ম তাই ,
নিজের কর্ম নিজেই করো
                          অন‍্য পথ যে নাই ।।

Previous
Next Post »