শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মে দিবসের শপথ

মে দিবস জিন্দাবাদ
*****************
শ‍্যামল মন্ডল
************
১লা মে ২০১৮
*************
শ্রমিক তুমি                     গতর খেটে        
               গড়ছো শিল্প দেশে ,
মাথার ঘাম                   পায়ে ফেলে       
               পাচ্ছো কত শেষে !
হিসাব নিকাষ                 করবে যদি    
                শিল্প গড়বে কে ?
রক্তমাংসের                    সুঠাম দেহ      
                দেখিয়ে ওদের দে ।
দেখবে ওরা                           কিনবে ওরা    
               বেঁচবে তোদের শ্রম ,
তার বিনিময়                   পাবি তোরা
               সবার চেয়ে কম ।
স্বাধীন ভেবে                 মরিস তোরা
            পরের গোলাম হয়ে ,
জীবন তোদের              এমনি যাবে
              নদীর মতো বয়ে ।
লড়াই করে                 একটি দিবস    
             তোদের নামে করে ,
কি এসে যায়               খাটতে গিয়ে    
              শ্রমিক যদি মরে ।
বাঁচতে গেলে                 লড়তে হবে     
              নাই যে অন‍্য পথ ,
থাকতে সময়               লড়াই করো     
           মে দিবসের শপথ ।

Previous
Next Post »