শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : দৈন‍্য দশা

দৈন‍্য দশা
*********
শ্যামল মন্ডল
************
২৫/০৫/২০১৮
**************
গাঁয়ের পাশে ছোট্ট নদী
শুকনো সারা বছর ,
বর্ষা কালে বৃষ্টি দিয়ে
বাড়ে নদীর কদর
এপার ওপার চাষের ক্ষেতে
জলের যোগান দেয় ,
চাষীর জমি সবুজ বরণ
অঙ্গে বসন নেয়
লাঙল বলদ যোয়ান বুড়ো
ব‍্যস্ত চাষের কাজে ,
নারী পুরুষ ধানের চারা
বুনছে ক্ষেতের মাঝে ।
ফল বাগানে মিষ্টি সুবাস
ভরছে বাগান ফলে ,
জেলে পাড়ায় খুশির হাওয়া
ভরছে নদী জলে ।
শ‍্যামলা রঙে রাঙিয়ে দিয়ে
ডাগর ক্ষেতের ধান ,
অঝোর ধারা বর্ষা আনে
ছোট্ট নদীর বান
ক্ষেতের ফসল ক্ষেতেই থাকে
ডোবে বানের জলে ,
গরীব চাষী বাঁচবে কদিন
এমন দশা হলে ?
জেলের জালে মাছের যোগান
বাড়বে বানের জলে ।
দুদিন পরে খরার কবল
জেলের মাথায় হাত  ,
দৈন‍্য দশা থাকবে সেতো 
গাঁয়ের স্বভাবজাত
ঋণের বোঝা বাড়বে তাদের
খুলবে দুখের দ্বার ,
নুনে ভাতে পান্তা খেয়ে
করবে জীবন পার ।।

Previous
Next Post »