শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আয় রে ফিরে

আয় রে ফিরে
💪💪💪💪
শ‍্যামল মন্ডল
💪💪💪💪💪💪💪💪
১৫/০৫/২০১৮
✌✌✌✌✌✌✌✌✌
তরুন দলে বুঝবে কবে
                     রাজনীতির ঐ খেলা ,
রক্ত-ধারা নদীর স্রোতে
                    ভাসায় লাশের ভেলা ।
তাতেও তাদের সুখ মেটেনা
                     আগুন জ্বালায় ঘরে ,
মত্ত তরুন আগুন নেশায়
                      চলছে নেতার বরে ।
রাজনীতির ঐ কুটিল চালে
                       তরুন দল'ই ফাঁসে ,
নেতায় তখন পিছন ফিরে
                     গোঁফের নিচে হাসে ।
বেকার যুব বাড়ছে দেশে
                        নাই যে হেলদোল ,
সংসার যায় বানের জলে
                     নেতায় মারে ঝোল ।
ভাইয়ের রক্তে ভাইয়ের স্নান
                       কি যে বিষম যন্ত্রনা ,
তরুন রক্ত গরম বলেই
                   যোগায় তাদের মন্ত্রণা ।
থাম রে তরুন নব‍্য অরুন
                            উদয় হবে পূবে ,
সামনে আছে আলোক মালা
                      আঁধার যাবে ডুবে ।
জন্ম দিলেন মাতা পিতা
                        বড়  করলেন তারা ,
অলৌকিকতা নেই যে কোন     
                          বাস্তবিক এ ধারা ।
হায় রে তরুন বুঝবে কবে
                        মায়ের বুকের ব‍্যথা ,
আয় রে ফিরে নিজের ঘরে
                    শোন্ রে  মায়ের কথা।

© শ্যামল মন্ডল

Previous
Next Post »