কবিতা : বসুধা
🌾🌾🌾
শ্যামল মন্ডল
🌿🌿🌿🌿🌿
০৬/০৫/২০১৮
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
তোমার ধরন তোমার বরণ
অঙ্গে মেখেছি ,
তোমায় স্মরণে তোমার চরণে
স্বপ্ন বেঁধেছি ।
তুমি মোর সুধা তুমি যে বসুধা
শস্য শ্যামলা তুমি ,
আকাশে বাতাসে জগৎ সকাশে
ধন্য হলো ভূমি ।
তুমি যে কান্ডারী তুমিই ভান্ডারি
জীবের জগন্মাতা ,
তোমাতে শসন তোমাতে পোষন
তুমিই পরিত্রাতা ।
তুমি শর্বরী তুমি বিভাবরী
তুমি নিকুঞ্জ ধাম ,
শয়নে স্বপনে কর যে পূরণ
জীবের মনস্কাম ।
সকল জীবের সৃষ্টি তোমাতে
খাদ্য তোমারি দান ,
মোদের করেছো জীবের সেরা
করেছো বুদ্ধিমান ।
সবই জানি মোরা তবু কেন যে
তোমারে বিষিয়ে তুলি ,
নিজ গুণে সব করেছি মোরা
ভেবেই তোমারে ভুলি ।
ভয়াল ভয়ংকর তোমার হুঙ্কার
অনাচারী না শুনি ,
স্বার্থপরতায় পরশ্রীকাতরে
নিজেরই মৃত্যু গুণি ।।
Next
« Prev Post
« Prev Post
Previous
কবিতা : মে দিবসের শপথ
কবিতা : মে দিবসের শপথ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)