শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শারদ-শারদ - শ্যামল মণ্ডল

 শারদ-শারদ

শ্যামল মণ্ডল



আমার গাঁয়ে আজ প্রভাতে 

শরৎ এলো-রে...,

আকাশের মেঘ শ্বেত বলাকায় 

গা ভাসালো-রে..। 

মিষ্টি রোদে পূব আকাশে 

হাসছে ঊষা ঐ, 

শারদীয়া আসছে আবার 

নাচো-রে তা-থৈ। 


কাশের বনে ঢেউ তুলেছে 

নদীর দু-কূলে , 

শারদ -শারদ বাজনা মনে 

উঠেছে দুলে। 

পরব সবাই নতুন জামা 

অপেক্ষাতে রই, 

শারদীয়া আসছে আবার 

নাচো-রে তা-থৈ। 


নানা জাতের ফুল ফুটেছে 

বাড়ির বাগানে, 

নতুন রঙের আঁচ লেগেছে 

দূর্গা-দালানে। 

শারদীয়ার মায়া রূপের 

বর্ণনা নাই - রে... 

ঢ্যাঙ-কুরাকুর মনের মাঝে 

বাদ্য বাজে রে। 

আমার গাঁয়ে আজ প্রভাতে 

শরৎ এলো-রে..,

আকাশের মেঘ শ্বেত বলাকায় 

গা ভাসালো-রে। 

মিষ্টি রোদে পূব আকাশে 

হাসছে ঊষা ঐ, 

শারদীয়া আসছে আবার 

নাচো-রে তা-থৈ। 

(আমার লেখা পড়তে চাইলে অবশ্যই ফলো করুন www.amarjeevan.blogspot.com) 




Previous
Next Post »