পথিক রাজা
শ্যামল মণ্ডল
************
মাটির মানুষ রাজামশাই
কথায় বড় খাঁটি,
গা-গতরে মাখেন রাজা
পথের ধূলোমাটি।
কাব্য-কথায় গাঁয়ের ব্যথা
শ্যামলাচূড়ামণি,
চাষির বুকের রক্তে লেখা
কাব্যে রাজা ধনী।
মুকুট ছাড়াই রাজামশাই
রাজ্য মাথায় তুলে,
কাব্যধারায় গা-ভাসিয়ে
নিজেকে যান ভুলে।
এ রাজা তো মনের রাজা,
পথের পথিক রাজা,
পথ হল তাঁর রাজদরবার
কাব্যেতে দেন সাজা।
র্দিনের আলো সূর্য সাথী
রাতের সাথী শশী,
দিল দরিয়া রাজামশাই
কলম"ই তাঁর অসি।
এমন রাজা পথে-ঘাটে
এক-দুজন'ই মেলে ,
সাক্ষাতে তাঁর খবর নিও
পথিক-রাজা পেলে।