শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

৭) কবিতা : প্রভাতী

প্রভাতী
******
শ্যামল মন্ডল
------------------
তুমি বাগিচার  রজনীগন্ধা,
তোমার  বিহনে জীবন বন্ধ্যা ।
রজনীর  মাঝে কেন বলে  যাও? প্রভাতে আসবে ফিরে আমার হৃদয় জুড়ে ।
জানি  কাছে নেই তুমি চলে গেছ সময় পেরিয়ে,
সেই উদ্বেলিত যৌবন প্রকাশের নেই অবকাশ।
কাজের মাঝে ভুলতে বসেছি সব, কিন্তু ভুলিনাই কোকিলের ডাক, জেনে রাখো তোমায় আজো ভালোবাসি ঠিক  আগের মতো । নাইবা সঙ্গ দিলাম তাতে কি,
আগে কাজ  আর কাজ পরে বাদবাকি ।
তুমি যে আমার জেনে রেখো দেবী, নমস্য তোমায় তুমি যে প্রভাতী ।।

Previous
Next Post »