শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভূত শ্যামল মণ্ডল

 ভূত - 

শ্যামল মণ্ডল



সেদিন আমি ভূত দেখেছি,

 ভূতের আরো পুত দেখেছি, 

আজগুবি সব কবিতায়, 

মিথ্যা মিথের ভয় দেখানো 

অন্ধ ভূতের ছবির দানো 

মুর্খতার'ই ভূমিকায়। 

বাস্তবে নয় গল্পতে পাই 

কখনো তা ছড়ায় গড়ায়, 

কলমের বদান্যতায়, 

বাপ দেখেনি ভূত কখনো 

তাঁর শিশু পায় ভূতের দেখা 

অদ্ভুতুড়ে বই-পাতায়।

আমিও সেদিন ভূত দেখেছি 

খ্যাংরা ভূতের পুত দেখেছি 

মিথ্যা শেখার গল্প'তে, 

অন্ধকারে ভূতের মেলা, 

কল্পকথার আজব খেলা 

কলম চলে গন্ধ'তে।

অভিভাবক পায় না খুঁজে 

কোন বইয়ে যে শিক্ষা মেলে 

তাই কিনে দেয় ভূতের বই, 

শিশুর মনে ভয় ধরালে 

শিশুর পিতার শান্তি মেলে 

মুড়কি মোয়া ভাজা খই।

Previous
Next Post »