গড়বড়ে
শ্যামল মণ্ডল
ভীষণ জ্বালা ঝালাপালা
কার কাছে কী কই রে,
গোড়ায় গলদ অঙ্কেতে ভুল
পাই না খুঁজে থই রে।
সাক্ষী সাবুদ নাস্তানাবুদ
মামলা ভীষণ গড়বড়ে,
বাদ-বিবাদে মামলা গড়ায়
কাঠগড়াটাও নড়বড়ে।
মুদির দোকান ময়রা চালায়
গয়লা বেচে তেল রে,
থাকলে টাকা চাকরি জোটে
শিক্ষিতে যায় জেল রে।
ছলেবলে চলছে চুরি
হায় রে চুরির রাজ রে,
ধর্ম নিয়ে রাজনীতি আর
বেকারের নাই কাজ রে।
নিত্যপ্রয়োজনের দ্রব্য
অগ্নি মূল্য সব রে,
আমজনতার ধৈর্য্য দেখো,
নাই যে কোন রব রে।
কেমন যেন গড়বড়ে সব ,
উলটপুরাণ হায় রে,
দুধের চেয়ে মদ যে দামি,
মদিরা নেশায় রে