শব্দ লিখি
********
শ্যামল মণ্ডল
************
কেউ আমাকে বললে কবি-----
মাথা নুয়ে যায় তখনই ,
ভবে এসে ভাবের নেশায়----
খুঁজে চলি শব্দ-খনি।
পাই না কোথাও সরল ভাষা---
যে ভাষাতে কাব্য লিখি,
কবি হওয়ার যোগ্যতা নাই----
ধার করে সব শব্দ শিখি।
সৃষ্টি কর্তার কী পরিহাস,
ঘরে হল সাহিত্য বাস ,
কেউ খুশি হয় আনন্দেতে....
কেউ করে যায় তত্ত্ব-তালাশ।
আমি বলি কী প্রয়োজন ------
তত্ত্ব হীনের তথ্য খুঁজে,
আমার লেখা আমি লিখি ,
এক নিমেষে চক্ষু বুজে।
ধারে পাওয়া শব্দ গুলো ----
সাজিয়ে দেই ডুবিয়ে নুলো,
ভালো যদি নাইবা লাগে-----
কানে দিও নরম তুলো।
সাত-জনমে হয়নি আমার,
কবি হওয়ার স্বপ্ন দেখার,
তবু যেন বলতে পারি -----
সখ হয়েছে কাব্য লেখার ।