শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

আমরা চাষি - শ্যামল মণ্ডল

 আমরা চাষি

>শ্যামল মণ্ডল



*************

শ্যামল বরণ বন

হারায় সেথা মন

পাখপাখালির কলকাকলি গাঁয়ের আভরণ।

আমরা চাষিভাই,

ধান বুনিতে যাই,

ক্ষেতে-ক্ষেতে ধান ফলিয়ে ভাত জুগিয়ে যাই।

অন্ন হল ভাত, 

ভাগ করে না জাত, 

খেটে-খেটে ফসল ফলাই এক করে দিন-রাত।

চাষ করে যা পাই, 

ধার-দেনা মেটাই, 

পান্তা-ভাতে জল ঢেলে খাই গাঁয়ে'তে সবাই।

হয় না চাষির দিন, 

দীপ জ্বলে টিম-টিম, 

সুদ-খোরে আর মহাজনে বাড়ায় খাতায় ঋণ।

করবো তবু চাষ, 

ফসল বারোমাস, 

গাঁয়ের চাষি হয় না হতাশ বুক ভরে নেয় শ্বাস।

Previous
Next Post »