শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

গিন্নি - শ্যামল মণ্ডল

 গিন্নি

শ্যামল মণ্ডল
***********



ইনি হলেন গিন্নি আমার
                             বিন্নি ধানের খই,
কোন্নগরের ফুচকা
                      সাথে নবদ্বীপের দই।
টক-ঝালে আর মিষ্টিতে
                    রঙিন ফুলের বৃষ্টিতে ,
সাত-পাকেতে আচার হল
                       সেদিন শুভ দৃষ্টিতে।
তেল-আচারে মাখামাখি
                        তার শুধু চাই তেল,
টক-ঝালে তো তার কাছে'তে   
                         রঙ-তামাশা খেল।
মিষ্টি'তে সে বৃষ্টি ঝরায়
                           স্বচ্ছতা তার গুণ,
অল্প'তে তার খুশি আবার
                               কর্ম'তে নিপুণ।
তার হৃদয়ে ভরসা রেখে
                               সদাই খুশি রই
ইনি হলেন গিন্নি আমার
                         বিন্নি ধানের খই ।।

(সে যদি না দ্যাখে তাহলেই মজা😃)

Previous
Next Post »