শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ঈদের বার্তা - শ্যামল মণ্ডল

 ঈদের বার্তা

শ্যামল মণ্ডল



এসো গো আজ এই  ঈদের দিনে

 জামাত করে সালাত আদায় করি,

আল্লাহু আকবর বলে চলি 

সকলে ঈদগাহে সালাত আদায় করি।


আমার গাঁয়ের যত গরীব ঘর কুরবাণীতে নেবে অংশ,

আজ হবে বাটোয়ারা

ঘরে ঘরে কুরবাণীর মাংস,



সে ছাড়া কেউ বুঝবে না  

সেই তো সুমহান আল্লাহতালা। 

ওই যে আকাশে ঈদের চাঁদ উঠে 

এসো সবেমিলে আয়োজন করি,

এসো গো আজ ঈদের দিনে জামাত করে সালাত আদায় করি, 

আল্লাহু আকবর বলে সকলে মিলে ঈদগাহ চলি।


সব ঘরেতে গোস্ত হবে আজ 

সে তো খোদার মেহেরবাণী।

আল্লাহু আকবর বলে সকলে মিলে ঈদগাহ চলি,

এসো হে ঈদের সালাত আদায় করি। 



******************

(মুসলিম ভাইদের জন্য লেখার প্রচেষ্টা, ভুল হলে বুঝিয়ে বলবেন)

Previous
Next Post »