শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শোন বন্ধু - শ্যামল মণ্ডল

 শোন বন্ধু

-শ্যামল মণ্ডল



শোন বন্ধু শোন বলি গো তোমারে,
যেও-না যেও-না ছেড়ে গো আমারে,
এ-পথে চলেছি তোমারি আশাতে,
আঁধারের পথে হারাতে দিও না
আমরা যাবো গো বন্ধু একসাথে।
হাতে হাত রেখে অটুট বাঁধনে
রাখো ধরে বন্ধু হৃদয় মাঝারে,
শোন বন্ধু শোন বলি গো তোমারে
যেও-না যেও-না ছেড়ে গো আমারে।

পদে-পদে ভুল অচেনা দু-কুল
কারে রাখি ধরে, কারে রাখি দূরে,
জীবন স্রোতও নদীর মতন,
সাগরে মিলাবে নানা দেশ ঘুরে।
এই যদি হয় শেষ পরিণতি,
লাভ কিছু নেই এত অনাচারে,
শোন বন্ধু  শোন বলি গো তোমারে,
যেও-না যেও-না ছেড়ে গো আমারে।

জীবন যৌবন ধন ও সম্পদ
থেকে যাবে সব ঘাটের এপারে
শোন বন্ধু  শোন বলি গো তোমারে,
যেও-না যেও-না ছেড়ে গো আমারে।

Previous
Next Post »