জীবন স্রোত
-শ্যামল মণ্ডল
************
বটের বীজের ছোট্ট দানা
বিশালতায় তার বৃক্ষ,
মাকাল ফলের রূপ যত হোক
অন্তরে তা রুক্ষ,
মৌমাছির হুল ভীষণ জ্বালায়
তারই মধু সুমিষ্ট।
কেউ জানে না কাড়বে কখন
নাটকের এই পাট্টা,
জীবনটাতো ঘুড়ির মতো
হঠাৎ হবেই ভো-কাট্টা।
এই প্রকৃতির যা আছে সব
প্রকৃতির'ই সৃষ্ট ,
মৌমাছির হুল ভীষণ জ্বালায়
তারই মধু সুমিষ্ট।
নদীর মতোই স্রোতে জীবন
মিশে যাবে তা একদিন,
চেষ্টা করেও শোধ হবে না
প্রকৃতির কোন ঋণ।
ছিল না কিছুই সঙ্গে তোমার
যখন হয়েছো ভূমিষ্ট,
মৌমাছির হুল ভীষণ জ্বালায়
তারই মধু সুমিষ্ট।
ছোট্ট হয়ে চেষ্টা করো
সামনে রাখো বড় লক্ষ্য,
একদিন সব বাধা দূর হবেই
হবে ঠিক সেইদিন দক্ষ।
সেই দিন ভেবে চরৈবেতি
ভুলেও কোরো না অনিষ্ট ।
মৌমাছির হুল ভীষণ জ্বালায়
তারই মধু সুমিষ্ট।