শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

হৃদয় মালা - শ্যামল মণ্ডল

হৃদয় মালা

শ্যামল মণ্ডল
*************



বাবা মায়ের আদরের ধন আজ হবে গো পর, 

তাঁকেই তুমি সঙ্গী করে বাঁধো নতুন ঘর। 

আজ গোধূলির শুভ লগনে হলুদ মাখা সাজ, 

সীঁথি তে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ। 


হৃদয় জুড়ে একটি মালা রেখেছি গেঁথে , 

আজ পড়াবো তোমার গলে ছাদনাতলাতে , 

সে মালা তো ছিঁড়বে না গো

যতই করো ভাঁজ , 

সীঁথি তে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ।


হৃদয়েতে জায়গা দিও চাই না কিছু আর

সুখ-সাগরে রাখবো তোমার সাজানো সংসার।

এই হৃদয়ে তুমি শুধু করবে গো বিরাজ

সীঁথি তে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ।


আসুক যত আপদ-বিপদ ঝড়-তুফানের রাত, 

বুকের মাঝে জড়িয়ে রেখো মাথায় রেখো হাত

তুমি আমার বসন-ভূষণ তুমি আমার সাজ, 

সীঁথিতে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ। 


 

তোমার মনের দু:খ ব্যথা করবো আমি দূর। 

মধুরও বচনে হবে সুখের মধুপুর,

সাত পাকেতে  সাত জনমের শপথ নেবো আজ, 

সীঁথি তে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ।

শাঁখা শাড়িতে আমি সাজবো বধূ সাজ , 

সীঁথিতে সিন্দুর দিয়ে নিয়ে চল আজ।। 


***************************************

Previous
Next Post »