সজাগ
******
ভয় পেয়োনা এই সময়ে
সাহস মনে রাখো,
জটলা কেউ কোরোনা গো
দূরে দূরেই থাকো।
কী বিপদে দেশ পড়েছে
সকলে তা জানে,
মাস্ক পড়িবে নাক মুখ ঢেকে
হাত ধোবে সাবানে।
সব জেনেও ভুল করেছি
তাই তো এ হাল হোল,
এবারে তাই সাবধানী হও
পুরনো কে ভোলো।
-শ্যামল মণ্ডল
কবি শ্যামল মণ্ডল