হাসি
-শ্যামল মণ্ডল
পাচ্ছে হাসি হাসো তাই,
হাসতে কারো মানা নাই,
হাসির নিচে দুখ ঢাকা
সে কথাটি জানা চাই।
হোক না হৃদয় জং ধরা
রাখবে তাকে রঙ করে,
বাঁচবে কিসে ভাবছো তা ¡
হাসবে সদাই মন ভরে।
সবাই চলে স্বার্থতে
কে বুঝে আর কার ব্যথা,
জানবে শুধু নিজেকেই
বেঁচে থাকাই মূল কথা।
সঙ্গী করে হাসিটাই
দুবেলা ভাত খেতে চাই
পাচ্ছে হাসি হাসো তাই,
হাসতে কারো মানা নাই,
-শ্যামল মণ্ডল