শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

করোনাতংক (অণুগল্প) - শ্যামল মণ্ডল

 করোনাতংক

🌀🌀🌀🌀

চারদিকে করোনা চলছে, এমন একটা আতংক ছড়িয়ে পড়েছে। এইতো গতরাতে আমাকেও আতংকভূতে অ্যাটাক করেছিল। খেয়ে দেয়ে শুয়ে পডেছি ঠিক তখনই খেয়াল করলাম শ্বাস নিতে বোধহয় কষ্ট হচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম এমনই অনুভূতি, ভয়ে ঘেমে যাচ্ছিলাম। গায়ে হাত দিয়ে দেখলাম গরম টরম আছে নাকি, দেখলাম শরীর তো ঠান্ডা। ভাবলাম থার্মোমিটার'টা আলমারি থেকে বের করি, আবার ভাবলাম নাহ্ থাক। যা হয় হবে। একটু ধৈর্য্য ধরলাম। ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম সত্যিই শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা। গলা শুকিয়ে যাচ্ছিল, গলায় সুড়-সুড় করছিল, একটু কেশে নিলাম। এভাবেই রাত দুটো, ঘুম আসছিল না। তাই অল্প ভলিউমে কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে দিলাম। যা হবে সকালে, এখনতো ঘুমানো হোক। ঘুম ভাঙলো সকাল সাড়ে সাত'টায়, মোবাইলটাও ব্যাটারী শেষ করে আমার সাথেই ঘুমিয়ে ছিল। এখনতো ডিউটিতে 😄😄 আর একটু বেশি ঘাবড়ালে নির্ঘাত স্ট্রোক 😃😃

Previous
Next Post »