সাবধানী হও
**********
শ্যামল মণ্ডল
**********
মরছে রে ভাই করোনাতে
চলছে হাহাকার,
সরকারে আর করবে কী ভাই
দোষ যে করোনার।
যার কাছে আজ আছে টাকা
সুরক্ষিত সেই,
চার-ছশোতে কিনতে হবে
উপায় কিছুই নেই।
কজনে আর কিনবে রে ভাই
টাকার ঐ ভ্যাকসিন,
হোক না যতই ভয়ানক ঐ
কোভিড নাইনটিন।
যার ঘরে নাই টাকা কড়ি
নাই হাড়িতে ভাত,
তার ঘরে ঠিক পৌঁছে যাবে
করোনার ঐ হাত।
কী হবে আর ভেবে রে ভাই
দিন হলো তো শেষ,
যমদূতে ঠিক তুলেই নেবে
পাকবে না আর কেশ।
এতই যখন বেসুরে রে ভাই
গাইছো দুঃখের গান,
তবে কেন শুনছো না ভাই
নাই কি তোমার কান?
সাবধানী হও নিজের থেকে
থাকবে না আর ভয়,
কোভিড বিধি মেনে সবাই
কোভিড করো জয়।