শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ডাণ্ডা দিলেই-শ্যামল মণ্ডল

 ডাণ্ডা দিলেই

************

শ্যামল মণ্ডল

সবার মনেই ভয় ধরেছে,

কী হবে হায় তা কে জানে,

তবুও কেউ বুঝলো নারে

মাস্ক আর স্যানিটাইজার মানে।

বুঝবে কেমন মজা পেলে

পুলিশের ঐ ডাণ্ডা খেলে।

দাও দমাদম ডাণ্ডা পিঠে

টক-আম হবে কাচামিঠে।

যেমন কর্ম তেমনি ফলে

যখন বাজার যেমন চলে।

নির্বোধেরে বুদ্ধি যোগাও

কয়েকবার ঐ ডাণ্ডা বোলাও

হয়তো কিছুই নয়তো সোজা

মগজ থাকে কানে গোজা।

দুকান ধরে উঠবোস করে

পৌঁছে দেবে ঘরের দোরে।

Previous
Next Post »